৪ মে, ২০২৪ ০৮:১০

লক্ষ্মীপুরে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

মাহফুজুর রহমান হৃদয়

লক্ষ্মীপুর সদর মডেল থানার একটি বিস্ফোরক মামলায় মাহফুজুর রহমান হৃদয় নামের ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ মে) দুপুরে রায়পুর উপজেলা শহর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার এসব তথ্য জানিয়েছেন।

হৃদয় রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির মো. দুলালের ছেলে। 

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামছুল আরেফিন ছাত্রদল নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ফারহান উদ্দিন সিফাতের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, হৃদয় তীব্র তাপদাহে সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করছিলেন। কার্যক্রম চলাকালেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে। এ ঘটনায় জেলা সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন প্রতিবাদ জানিয়েছেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন বলেন, পানি ও স্যালাইন বিতরণকালে হৃদয়কে পুলিশ গ্রেফতার করে। পরে তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর