৮ মে, ২০২৪ ১২:৪১

খাগড়াছড়িতে দেখা যায়নি ভোটারদের লাইন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে দেখা যায়নি ভোটারদের লাইন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে খাগড়াছড়িতে চার উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টায় শুরু হয় ভোটগ্রহণ। ভোট শুরুর প্রথম পৌনে ১ ঘণ্টায় ভোট কেন্দ্রে ভোটারদের কোন লাইন দেখা যায়নি। 

মাটিরাঙ্গা উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি না থাকায় ভোটও পড়েছে কম। 

এছাড়া মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও রামগড় উপজেলায় একইসাথে ভোটগ্রহণ কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি মোটামুটি চোখে পড়েছে। 

এ চার উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৮৯৭ জন। ভোটকেন্দ্র রয়েছে ৯০ টি। লক্ষ্মীছড়ি ও রামগড়ে বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়েছে। এরমধ্যে লক্ষ্মীছড়ি উপজেলার ফুত্যাছড়ি ও শুকনাছড়ি নামে দুইটি কেন্দ্রে হেলিকপ্টারেযোগে ভোটের মালামাল ও লোকবল পাঠানো হয়েছে।  

৪টি উপজেলায় ১৩ জন চেয়ারম্যান প্রার্থী ও পুরুষ মহিলা মিলে ২৪ জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইন শৃঙ্খলা বাহিনীর ১৫৩০জন সদস্য, বিজিবির ২৯ প্লাটুন ও ১৮ জন ম্যাজিস্ট্রেট এ সব কেন্দ্রে নিয়োজিত রয়েছেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর