৮ মে, ২০২৪ ২২:০৯

যশোরের দুই উপজেলার ফলাফল

নিজস্ব প্রতিবেদক, যশোর


যশোরের দুই উপজেলার ফলাফল

যশোরের দুটি উপজেলা মণিরামপুর ও কেশবপুরে শন্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুই উপজেলাতেই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত পৌনে ১০টা নাগাদ দুই উপজেলার বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। 

মণিরামপুর উপজেলা
মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৫৯ হাজার ২শ ৭৩ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু (আনারস প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (মোটরসাইকেল প্রতীক)। তিনি পেয়েছেন ৫২ হাজার ৭শ ১৮ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সন্দীপ ঘোষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী জলি নির্বাচিত হয়েছেন। 

কেশবপুর উপজেলা
কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ হাজার ৪শ’ ৬৪ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ (ঘোড়া প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসিমা সাদেক (শালিক প্রতীক)। তিনি পেয়েছেন ১৪ হাজার ১৬ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া ইকবাল নির্বাচিত হয়েছেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর