৮ মে, ২০২৪ ২৩:০৪

বগুড়ায় পুনরায় উপজেলা চেয়ারম্যান হলেন লীটন, বাকি দুটিতে সজল ও অরুণ কান্তি

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

বগুড়ায় পুনরায় উপজেলা চেয়ারম্যান হলেন লীটন,
বাকি দুটিতে সজল ও অরুণ কান্তি

বগুড়ায় প্রথম ধাপে তিন উপজেলা পরিষদ নির্বাচনে সোনাতলা উপজেলায় পুনরায় বেসকারিভাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন। তিনি আনারস প্রতীকে ২০ হাজার ৪৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জাকির হোসেন মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৭৩৪৫। সারিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল আনারস প্রতীকে ৩৭২৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীপ্রার্থী ছিলেন (কাপ পিরিচ) প্রতীকে রেজাউল করিম মন্টু।

এদিকে গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে সাবেক ছাত্রলীগ নেতা অরুণ কান্তি রায় সিটন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বগুড়া পৌর আওয়াামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। বুধবার দিনব্যাপী গাবতলী উপজেলার ৯৮ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর