১১ মে, ২০২৪ ১১:৫৬

টেকনাফের আশ্রয় শিবিরে ডাকাতের গুলিতে এক রোহিঙ্গা নিহত

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

টেকনাফের আশ্রয় শিবিরে ডাকাতের গুলিতে এক রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফের আশ্রয় শিবিরে ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে এক রোহিঙ্গাকে মাথায় গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত রোহিঙ্গা-টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-ই শেডের বাসিন্দা।

শনিবার সকাল ৮ টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম বলেন, শনিবার সকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকে বসবাসরত মো. আলম নামের এক রোহিঙ্গাকে পূর্বের শত্রুতার জের ধরে একটি ডাকাত দলের সদস্যরা ক্যাম্পের ভেতর চায়ের দোকানের সামনে মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম সেখানে আসেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি বলেন, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে ডাকাতের গুলিতে এক রোহিঙ্গা নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশটি উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানায়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর