১১ মে, ২০২৪ ১৪:৩৬

জয়পুরহাটে দুই দিনব্যাপী বিজ্ঞান প্রযুক্তি মেলা শুরু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে দুই দিনব্যাপী বিজ্ঞান প্রযুক্তি মেলা শুরু

‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৫তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় কালেক্টরেট চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। 

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কনা মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, মিজানুর রহমান, উজ্জ্বল বাইন, কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মাহবুবুল আলমসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় ৩৫ টি স্টলে কলেজ, মাদরাসা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট স্টলে প্রদর্শন করেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর