১১ মে, ২০২৪ ১৯:০০

নীলফামারীতে জাতীয় খাদ্যগ্রহণ নির্দেশিকা বাস্তবায়নে অবহিতকরণ কর্মশালা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে জাতীয় খাদ্যগ্রহণ নির্দেশিকা বাস্তবায়নে অবহিতকরণ কর্মশালা

নীলফামারীতে জাতীয় খাদ্যগ্রহণ নির্দেশিকা ২০২০ বাস্তবায়নে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের আয়োজনে এবং জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম প্রকল্পের সহযোগিতায় শনিবার টিএলএমআই সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা পরিস্থিতি উপস্থাপন করেন খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের গবেষণা পরিচালক মাহবুবুর রহমান এবং জাতীয় খাদ্যগ্রহণ নির্দেশিকা ২০২০ উপস্থাপন করেন সহযোগী গবেষণা পরিচালক মিজানুর রহমান।

এছাড়া কর্মশালায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় জানো প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশের মাল্টিসেক্টরাল গভর্ন্যান্সের ম্যানেজার গোলাম রব্বানী। কর্মশালায় পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্যগ্রহণে সচেতন হওয়া এবং ভেজাল খাদ্য পরিহার করার আহ্বান জানানো হয়। এছাড়াও রমজানে খাদ্যাভাস, গর্ভবতী এবং স্তন্যদাত্রী মায়েদের জন্য নীতিমালা অনুসরণ করে খাদ্যগ্রহণের আহ্বান জানানো হয়।

সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতা, যুব সমাজের প্রতিনিধিসহ ৬০ জন এতে অংশ নেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর