১১ মে, ২০২৪ ১৯:২২

ভালুকায় পোস্টার ও ব্যানার অপসারণে মাঠে প্রশাসন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় পোস্টার ও ব্যানার অপসারণে মাঠে প্রশাসন

ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীরা শহরের প্রধান সড়কসহ রাস্তা-ঘাটে বিভিন্ন রকম নির্বাচনি প্রচারণা পোস্টার, ব্যানার লাগিয়েছে। অনেক প্রার্থী বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি-নিষেধ না মেনেই টানিয়েছে এসব পোস্টার ও ব্যানার। সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান এসব পোস্টার ব্যানার অপসারণ করেন।

শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলীনূর খানের নির্দেশে বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি-নিষেধ না মেনে টানানো এসব পোস্টার ও ব্যানার অপসারণ করেন তিনি। পোস্টার ও ব্যানার অপসারণের কাজে ভালুকা মডেল থানা পুলিশ ও ভালুকা পৌরসভা সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি-নিষেধ না মেনে টানানো পোস্টার ও ব্যানার অপসারণের জন্য প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছিল। অনেকেই অপসারণ করেছেন। অনেকেই করেন নাই। যার কারণে তাদের পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে আমাদের এমন কার্যক্রম চলমান থাকবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর