১২ মে, ২০২৪ ২০:৪৭

মাদরাসা বোর্ডে দ্বিতীয় ঝালকাঠি এনএস কামিল মাদরাসা

ঝালকাঠি প্রতিনিধি

মাদরাসা বোর্ডে দ্বিতীয় 
ঝালকাঠি এনএস কামিল মাদরাসা

ঝালকাঠি এন এস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে। ৪০০ জন ছাত্র অংশগ্রহণ করে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪৪ জন। পাশের হার ও এ+ প্রাপ্তির হারে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা এ বছরেও মাদরাসা বোর্ডে শীর্ষ দ্বিতীয় স্থান অধিকার করেছে। 

হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) ১৯৫৬ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। সময়ের ব্যবধানে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদরাসাটি অনার্স-মাস্টার্সসহ দাখিল, আলিম ও ফাজিল, কামিল (হাদিস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানের এ সাফল্যের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মুহম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভালো ফলাফল ও এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক, অভিভাবকসহ সর্ব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর