১৩ মে, ২০২৪ ১২:১৫

ভারতগামী যাত্রীদের এখন থেকে ‘যাত্রীসুবিধা চার্জ’ অনলাইনে পরিশোধ করতে হবে

ভারতগামী যাত্রীদের এখন থেকে ‘যাত্রীসুবিধা চার্জ’ অনলাইনে পরিশোধ করতে হবে

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের এখন থেকে ‘যাত্রীসুবিধা চার্জ’ অনলাইনে পরিশোধ করতে হবে। এখন থেকে অনলাইনে ফি পরিশোধ করে যাত্রীরা ভারতে যেতে পারবেন।

এ উপলক্ষ্যে বেনাপোল আন্তর্জাতিক স্থল বন্দরের কনফারেন্স রুমে প্রধান কার্যালয় থেকে অনলাইনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান। এ সময় এটুআই প্রোগ্রাম আইসিটি ডিভিশনের যুগ্ম প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোল্লা মিজানুর রহমান, যুগ্ম প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবির, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম ও ইমিগ্রেশন ওসি আজহারুল ইসলামসহ বন্দর ও ইমিগ্রেশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

চলতি বছর থেকে এ চার্জ বাবদ যাত্রী প্রতি ৫৪ টাকা ৫২ পয়সা দিতে হবে। ভারতে যাওয়ার সময় স্থলবন্দরের তল্লাশি চৌকির পাশে নির্মিত আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের কাউন্টারে এই যাত্রী সুবিধা চার্জ পরিশোধ করে রসিদ নিতে হবে। আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের ফটকে সেই রসিদ দেখিয়ে স্থলবন্দরে প্রবেশ করতে হবে ভারতগামী যাত্রীদের। যাওয়ার পথে শুধু যাত্রীসুবিধা ফি নেওয়া হবে । 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর