১৩ মে, ২০২৪ ১৪:০৭

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহতের ঘটনায় শোক র‌্যালি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহতের ঘটনায় শোক র‌্যালি

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী সামন্তী আক্তারের মৃত্যুর ঘটনায় শোক র‌্যালি করেছে সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। সোমবার দুপুর সাড়ে ১২টায় কলেজের শিক্ষকমন্ডলী ও শত শত শিক্ষার্থী এ শোক র‌্যালিতে অংশগ্রহণ করে। র‌্যালিটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে ভাঙ্গা বাজার প্রদক্ষিণ করে ভাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। শোক র‌্যালি শেষে বক্তব্য রাখেন সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুছ ছাত্তার মিঞা, ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, ইংরেজি বিভাগের শিক্ষক ঝর্ণা রানী মৃধা, ভূগোল বিভাগের শিক্ষক এসএম সরোয়ার হোসেন, অর্থনীতি বিভাগের এমএ রাকিব, ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক মোঃ নুরুজ্জামান, মার্কেটিং বিষয়ের শিক্ষক তপন কুমার সাহা, ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক মোঃ জাকির হোসেন, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সমাজকর্ম (সম্মান) বিষয়ের প্রথম বর্ষের ছাত্রী রুবিয়া আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা ভাঙ্গা হাইওয়েতে তিন চাকার যানবাহন চলাচল করতে না দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান। তারা ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড থেকে পুখুরিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত সকল ধরনের যানবাহন ধীর গতিতে চালানোর জন্য দাবি জানান। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর