১৩ মে, ২০২৪ ১৫:০৯

কৃষ্টিয়ায় শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি

কৃষ্টিয়ায় শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় টেকসই উন্নয়ন অভীষ্ট  অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিযার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আক্তার। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এড. নিমাই চন্দ্র রায়ের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কুষ্টিয়ার সহকারী প্রকল্প পরিচালক হ্যাপি সাহা। 
জেলা প্রশাসন ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠিত দিনব্যপী কর্মশালায় কুষ্টিয়া জেলা ছাড়াও পাবনা, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার শতাধিক সনাতন ধর্মালম্বীরা অংশগ্রহন করেন। পরে প্রদীপ প্রজ্জলন মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন অতিথিরা।
দিনব্যাপী এ কর্মশালায় কিভাবে নৈতিক শিক্ষা কার্যক্রম ছড়িয়ে দেয়া যায় তা নিয়ে আলোচনা হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর