শিরোনাম
১৩ মে, ২০২৪ ১৫:৫৭

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা নেতা খুন

শফিক আজাদ, উখিয়া

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা নেতা খুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। 

সোমবার ভোরে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে। ওই ক্যাম্পের বাসিন্দা আবুল কাশেমের ছেলে নিহত মোহাম্মদ ইলিয়াস (৪৩) একই ক্যাম্পের হেড মাঝি হিসেবে কর্মরত ছিলেন। 

জানা গেছে, গত রাতে অজ্ঞাত ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যায়। পরে বসতবাড়ির কাছে গুলি করে হত্যা করে। ঘটনার পর উখিয়া থানার একদল পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসে। 

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসাইন জানান, অজ্ঞাত ১০-১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করে। এরপর ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে এসে তাকে গুলি করে হত্যা করে। 

তিনি আরও জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর