১৩ মে, ২০২৪ ১৬:৪৯
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন

বাগেরহাটের ৩ উপজেলায় ৩০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ৩ উপজেলায় ৩০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

বাগেরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে জেলার তিনটি উপজেলায় প্রতিদ্বন্দ্বী ৩০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার সকালে জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রার্থীদের প্রতীক প্রদান করেন।

তৃতীয় ধাপে বাগেরহাটের মোড়েলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলার মধ্যে শরণখোলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মোড়েলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মোংলা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামী ২৯ মে বাগেরহাটের এই ৩ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর