১৩ মে, ২০২৪ ১৯:৪০

সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সাতক্ষীরায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।

অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈনের সভাপতিত্বে উদ্বোধনী সেমিনারে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুসহ প্রমুখ।

৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০টি স্টল প্রদর্শন করা হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর