১৩ মে, ২০২৪ ২১:৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল এক্সপ্রেস বিকল, এক ঘণ্টা দেরিতে যাত্রা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল এক্সপ্রেস বিকল, এক ঘণ্টা দেরিতে যাত্রা

হোস পাইপের (হাওয়া চলাচলের) সংযোগ বিচ্ছিন্ন হয়ে উপকূল এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আওটারে বিকল হওয়ায় ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যায়।

সোমবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। তবে ট্রেনটি বিকল হলেও ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জসীম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত সময়ে যাত্রাবিরতি শেষে ছেড়ে যায়। অদূরে শহরের কলেজ রেলগেট এলাকায় পৌঁছা মাত্রই ট্রেনটির হোস পাইপের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

খবর পেয়ে সংশ্লিষ্টরা প্রায় ঘণ্টাব্যাপী মেরামত কাজ শেষ করলে ট্রেনটি পুনরায় নোয়াখালীর উদ্দেশে রওনা হয়। এ সময় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর