১৪ মে, ২০২৪ ১৫:২৪

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে কর্মশালা

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে প্রশিক্ষক/মেন্টরদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয় এ আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। 

কর্মশালায় মাদকের ভয়াবহ রূপ তুলে ধরে মাদকমুক্ত সমাজ ও সংস্কৃতি তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ, ছাত্র-ছাত্রীরা মাদকাসক্তির সঙ্গে কীভাবে লড়াই করবে, কীভাবে তাদের পর্যাপ্ত সহায়তা দেওয়া যায় এসব বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষক/মেন্টরদের নিয়ে আলোচনা করেন বক্তারা। কর্মশালায় ৪৫জন বিভিন্ন স্কুলের শিক্ষকদের প্রশিক্ষক/মেন্টর এতে অংশ নেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরীফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নুর-এ-আলম প্রমুখ।

 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর