১৪ মে, ২০২৪ ১৭:৪৯

শেরপুরে ১২৯২ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

শেরপুর প্রতিনিধি

শেরপুরে ১২৯২ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

গ্রেফতার ব্যক্তি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি থেকে ১২৯২ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে গ্রেফতার করেছে শেরপুর ডিবি পুলিশ। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় পৌনে এক কোটি টাকা। সোমবার মধ্যরাতে চিনিগুলো উদ্ধার করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম রহুল আমিন (৪০)। তিনি চিনি ব্যবসায়ী। তার বাড়ি উপজেলার কাকরকান্দি গ্রামে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, ময়মনসিংহের হালুয়াঘাট বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে চোরাই পথে এসব চিনি আনা হয়। এ বিষয়ে কোনো সিন্ডিকেট আছে কিনা, তা জানতে পুলিশ আরও অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত চিনি বাংলাদেশের বিভিন্ন কোম্পানির মোড়কে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে গতকাল গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব চিনি উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার মো. আকরামুল হোসেন সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) খোরশেদ আলম ও গোয়েন্দা বিভাগের ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর