১৪ মে, ২০২৪ ১৯:২৯

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুর প্রতিনিধি

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে লরি চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে। নিহত মো: হামিদ (৩৪) কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের মধ্য পানজোরা গ্রামের আব্দুর হাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। আহত জসিম মিয়া (৩৪) একই ইউনিয়নের গলান গ্রামের কুতুব উদ্দিন মৃধার ছেলে। অন্যদিকে, আটক লরি ড্রাইভার শাওন কালীগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামের কাশেমের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মাহতাব উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে নাগরী ইউনিয়নের পানজোরা এলাকা থেকে মোটরসাইকেল করে কালীগঞ্জ যাওয়ার পথে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভাদার্ত্তী তিন রাস্তার মোড়ে  পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট ভর্তি একটি বেপরোয়া গতির লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা হামিদ আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জসিম নামে আরও এক মোটরসাইকেলের আরোহী আহত হয়েছে। লরির চালককে আটক করা হয়েছে এবং লরি ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর