১৪ মে, ২০২৪ ১৯:৪২

মাগুরায় কৃষি যন্ত্রপাতি বিতরণ

মাগুরা প্রতিনিধি


মাগুরায় 
কৃষি যন্ত্রপাতি বিতরণ
মাগুরায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৩-২৪ অর্থ বছরে বোরো মৌসুমে উন্নয়ন সহায়তা (ভর্তুকী) কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্রপাতি (দুটি হার্ভেস্টা মেশিন) বিতরণ করেছে। মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ান কবিরের সভাপতিত্বে আজ মঙ্গলবার বিকালে নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। 
 
এ সময় দুটি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন দুইজন প্রান্তিক কৃষকের হাতে তুলে দেয়া হয়। এক একটি মেশিনের মূল্য ৩২ লাখ টাকা। যার পঞ্চাশ শতাংশ টাকা সরকার ভর্তুকী দিয়েছে। বাকি টাকা এই মেশিনের মাধ্যমে আয় করে পরিশোধ করতে হবে বলে কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির জানান। তিনি আরো জানান, একটি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন প্রতিদিনি সর্বনিম্ন ২০ বিঘা জমির ধান কাটতে পারে। ফলে ওই এলাকার কৃষকরা দ্রুতই তাদের ধান ঘরে তুলতে পারবেন।
 
বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর