১৬ মে, ২০২৪ ১৭:৩৯

র‌্যাবের হাতে চাঁদাবাজ চক্রের ৭ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

র‌্যাবের হাতে চাঁদাবাজ 
চক্রের ৭ সদস্য গ্রেফতার

রংপুরের মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে মূলহোতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এই চক্রটি দীর্ঘদিন থেকে মহাসড়কে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ। 

 র‌্যাব জানায় , রংপুরে পাগলাপীর বাজার এলাকার চাঁদাবাজ চক্রের মূল হোতা মো. চাঁন মিয়ার (৫৬) নেতৃত্বে তার সহযোগীরা দীর্ঘদিন যাবত বিভিন্ন পণ্যবাহী ট্রাক, মিনিট্রাক, কাভার্ড ভ্যান, বাস, মিনিবাস, মাইক্রো, অটো, সিএনজি হতে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। চাঁদা না দিলে বিভিন্ন প্রকার ভয়ভীতি এবং হুমকি প্রদান করতো। বুধবার রাতে পণ্যবাহী ট্রাক থামিয়ে রশিদ দিয়ে চাঁদা আদায়ের সময় চক্রের মূল হোতা মো. চাঁন মিয়া (৫৬), অমল চন্দ্র রায় (৪০), মো. আলাউদ্দিন (১৮) মো. ফারুখ মিয়া (১৯), মো. জাহাঙ্গীর আলম (৫৬), মো. মহসিন আলী (৪০) এবং  মো. মজিদুল ইসলাম (৪২)-কে গ্রেফতার করা হয়।  এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা করেছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর