১৭ মে, ২০২৪ ১৭:৩৮

থানচির থুইসাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে এনেছে বিজিবি

বান্দরবান প্রতিনিধি

থানচির থুইসাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে এনেছে বিজিবি

বান্দরবানের থানচির দুর্গম এলাকা থুইসাপাড়ায় আজ শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি কাঁচা ঘর পুড়ে যায়।

তবে পার্শ্ববর্তী জিন্নাপাড়া ক্যাম্প থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা দ্রুত সেখানে ছুটে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নি নির্বাপণ যন্ত্রপাতিসহ বিজিবি জওয়ানরা আগুন নিয়ন্ত্রণে কাজ করায় এই পাড়াটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ১০ টায় এই অগ্নিকান্ডের সূত্রপাত। এসময় বিজিবির বলিপাড়া জোনের আওতাধীন জিন্নাপাড়া ক্যাম্পের জওয়ানরা ছুটে গিয়ে স্থানীয়দের সাথে আগুন নেভাানোর কাজে অংশ নেয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুন নেভাতে গিয়ে পাড়ার কয়েকজন আহত হয়। বিজিবি মেডিক্যাল টিমের সদস্যরা তাদের চিকিৎসা সেবা দেয়। এছাড়া ঘরবাড়ি পুড়ে গিয়ে আশ্রয়হীন হওয়া পাড়াবাসীকে বিজিবির পক্ষ থেকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর