১৮ মে, ২০২৪ ১৬:৩১

পাথরঘাটায় এক প্রার্থীকে জরিমানা, আরেকজনকে কারণ দর্শানোর নোটিশ

বরগুনা প্রতিনিধি

পাথরঘাটায় এক প্রার্থীকে জরিমানা, আরেকজনকে কারণ দর্শানোর নোটিশ

প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন করায় চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান সালমান হাবিব।

চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসেন বলেন, কে বা কোন এলাকা থেকে উৎসাহী কর্মী-ভোটাররা শোডাউন করেছে, আমি জানি না। যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেহেতু আদালতের রায় মেনে নিয়েছি।

এদিকে, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করায় শুক্রবার চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গোলাম কবিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

এ ব্যাপারে মোস্তফা গোলাম কবির অভিযোগ অস্বীকার করে বলেন, নোটিশে বলা তারিখে আমার কোনো নির্বাচনি সভা বা সমাবেশ ছিল না। তবে গত ১৬ মে আমার একটি নির্বাচনি ক্যাম্প ছিল। সেখানে কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর