শিরোনাম
২০ মে, ২০২৪ ১৭:২৭

খাগড়াছড়িতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

খাগড়াছড়ির তিন উপজেলায় দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের জন্য সোমবার দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জেলা সদর, পানছড়ি ও দীঘিনালায় ১০২টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হবে।

নিকটবর্তী ৬১টি ভোট কেন্দ্রে ব্যালট ভোটের দিন সকালে পৌঁছানো হবে। বাকি ৪১টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। অতি দুর্গম হওয়ায় দীঘিনালার নাড়াইছড়ি কেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম পৌঁছানো হয়।

এদিকের, নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে ব্রিফিং করেছে জেলা পুলিশ সুপার মুক্তা ধর। নির্বাচনে ২৮০৫ জন পুলিশ ও আনসার সদস্য, বিজিবি ২১ প্লাটুন, প্রতিটি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেট, প্রতি উপজেলায় তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেন্দ্রে নিয়োজিত থাকবে।

দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালা উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬১ জন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর