২১ মে, ২০২৪ ০৯:৫৫

লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি

লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি

লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রায়পুর ও রামগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টায় এ দুই উপজেলার ১৮১টি কেন্দ্রে ভোট শুরু হয়, যা টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটধিকার প্রয়োগ করছেন। উৎসবুখর বাধাহীনভাবে ভোট প্রয়োগ করছেন বলে জানান তারা। তবে কেন্দ্রগুলোতে নারী ভোটারের চাইতে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে।

জানা যায়, জেলার রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদের বিপরীতে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৪৯৬ জন। ১৮১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর