২১ মে, ২০২৪ ১১:৩৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

ভোট দিচ্ছেন একজন ভোটার

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোট অবাধ ও সুষ্ঠু করতে ৪৯ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

উপজেলার ১৬৬টি কেন্দ্রে সকাল ৮ টায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়। টানা ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রার্থীর পক্ষে প্রচারণাসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ভোটের আগে ভোট গ্রহণে নিয়োজিত ৪৯ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। এদের মধ্যে ৮ জন প্রিজাইডিং, ১৭ জন সহকারী প্রিজাইডিং ও ২৫ জন পোলিং অফিসার ছিলেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের বদল করা হয়েছে। এটি একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। গোটা উপজেলাতেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

এবারের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর