২১ মে, ২০২৪ ১১:৪২

নওগাঁয় তিন উপজেলায় ভোট, নারী ভোটারের উপস্থিতি বেশি

নওগাঁ প্রতিনিধি

 নওগাঁয় তিন উপজেলায় ভোট, নারী ভোটারের উপস্থিতি বেশি

নারী ভোটারের উপস্থিতি বেশি

নওগাঁ জেলায় দ্বিতীয় ধাপে নিয়ামতপুর, পোরশা এবং সাপাহার এই তিন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। 

আজ সকাল ৮টা থেকে নিয়ামতপুর উপজেলার ৭৯, পোরশা উপজেলার ৪১ এবং সাপাহার উপজেলার ৫২টিসহ মোট ১৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

সকাল থেকে প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি বেশি পরিলক্ষিত হয়েছে। এলাকায় চলছে ধান কাটা মাড়াইয়ের উৎসব। তাই দুপুরের পর পুরুষ ভোটারদের চাপ বাড়তে পারে বলে জানান জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তারিফুজ্জামান।

তিন উপজেলায় মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন। 

এ তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪লাখ ৫৭ হাজার ৩৮৫ জন। এর মধ্যে নিয়ামতপুর উপজেলায় ২ লাখ ১১ হাজার ৭৫৬ জন, পোরশা উপজেলায় ১ লাখ ৮ হাজার ১৭০ জন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর