২১ মে, ২০২৪ ১৯:৪০

ভোটকেন্দ্রে এজেন্টকে মারধর, আওয়ামী লীগ নেতার কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি

ভোটকেন্দ্রে এজেন্টকে মারধর, আওয়ামী লীগ নেতার কারাদণ্ড

প্রতীকী ছবি

বাগেরহাটের চিতলমারী উপজেলার চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মারধর করে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার অপরাধে চর বানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রফুল্ল কুমার মন্ডলকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনে দায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম জানান, চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার দুপুরে দোয়াত কলমের চেয়ারম্যান প্রার্থী আলমগীর সিদ্দিকীর এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করে প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়ালের কর্মী চর বানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রফুল্ল কুমার মন্ডল। এ ঘটনার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রফুল্ল কুমার মন্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, জেলার ফকিরহাট উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগে হোসলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রতন কুমার দাসকে প্রত্যাহার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন।

উল্লেখ্য, বাগেরহাটের তিনটি উপজেলায় সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে ভোট গণনা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর