২২ মে, ২০২৪ ১৩:১৫
উপজেলা পরিষদ নির্বাচন

কক্সবাজারে জিতলেন তালেব, সাঈদী, রাজু

হারলেন সাবেক এমপি জাফর

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে জিতলেন তালেব, সাঈদী, রাজু

শেষ হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট গণনা শেষে বিকেল ৪টার পর থেকে ফলাফল আসা শুরু হয়। 

মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে জেলায় ৩ উপজেলায় ভোটগ্রহণ হয়েছে।

সর্বশেষ বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিন উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন, নবগঠিত ঈদগাঁও উপজেলায় প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন আবু তালেব। তিনি ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। 

তিনি টেলিফোন প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামশুল আলম মোটরসাইকেল প্রতীকে  পেয়েছেন ১২ হাজার ৯০৭ ভোট। ৪ হাজার ৪৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আবু তালেব।

চকরিয়া উপজেলায় টানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী ফজলুল করিম সাঈদী। তিনি বর্তমান চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা। তিনি ভোট পেয়েছেন ৫৬ হাজার ১২২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী সাবেক এমপি জাফর আলম পেয়েছেন ৫২ হাজার ২৫২ ভোট। ৩ হাজার ৮৭০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সাঈদী।

পেকুয়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু। তিনি পেয়েছেন ২৩ হাজার ২৯৩ ভোট। তার নিকটতম প্রার্থী রোমানা আকতার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৫৩৪ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ ধাপে তিন উপজেলায় মোট ৫ লাখ ৮৫ হাজার ১৬৩ জন ভোটার রয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর