বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে লড়তে দুই বার মনোনয়ন ফরম তুলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য এ এন এম আহছানুল হক। কিন্তু দুই বারই মনোনয়ন বঞ্চিত হয়েছেন আহছানুল হক। তাই এবার কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন আহছানুল হক। কিন্তু সেখানেও ব্যর্থ হলেন তিনি। নির্বাচনে পরাজয়ের সঙ্গে খুইয়েছেন জামানত। তার সঙ্গে জামানত হারিয়েছেন আরও ৫ প্রার্থী।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গত মঙ্গলবার (২১ মে) বগুড়ার কাহালু উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৭ জন ভাইস চেয়ারম্যান সহ ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য এ এন এম আহছানুল হক সহ ৬ প্রার্থী জামানত হারিয়েছেন।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন তারা। চেয়াম্যান প্রার্থী আহছানুলের প্রাপ্ত ভোট ৫ হাজার ১৯৪। এছাড়া জামানত হারিয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুস সোবহান প্রামানিক, সাইফুল ইসলাম সুলতান, রায়হান আলী, অঞ্জন কুমার ও সাইফুল ইসলাম।বিডি-প্রতিদিন/বাজিত