টাঙ্গাইলের সখীপুরে ১১ দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইন্দারজানি বাজারে এ ঘটনা ঘটেছে। সখীপুর ও ঘাটাাইল উপজেলার ফায়ার সর্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পেট্রলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় প্রত্যেক্ষদর্শীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, সন্ধ্যার একটু আগে ইউসুফ মিয়ার পেট্রলের দোকানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় আশপাশের আরও ১০টি দোকানে আগুন লাগে। এতে একটি কাপড়ের দোকানসহ ১১টি দোকান পুড়ে গেছে।
আগুন লাগার সংবাদ শুনে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, ইউপি চেয়ারম্যান দুলাল হোসেনসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন।
সখীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লাবলু তরফদার বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার উৎস এবং ক্ষতির পরিমাণ জানাতে একটু সময় লাগবে।