শিরোনাম
২৭ মে, ২০২৪ ০৯:২৯

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎহীন গোটা রাজবাড়ী

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎহীন গোটা রাজবাড়ী

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজবাড়ীতে দমক হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়েছে এই অবস্থা।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন।

তিনি বলেন, রবিবার দিবাগত রাত ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশনা পেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। 

ঘূর্ণিঝড়ের কারণে রাজবাড়ীর পল্লী বিদ্যুৎতের সকল গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনালের ম্যানেজার প্রকৌশলী গোলাম আহম্মেদ বলেন, ঝড়ের কারণে আমাদের সব গ্রাহকের বিদ্যুৎ সেবা বন্ধ রয়েছে। বেশ কয়েকটি স্থানে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত করতে হবে। কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি এই কর্মকর্তা।

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর