২৮ মে, ২০২৪ ১২:৪৯

নরসিংদীতে ইটের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ইটের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রী নিহত

নরসিংদীর চরাঞ্চল সগরিয়া পাড়ায় ইটের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের সগরিয়াপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহতরা হলো সগরিয়াপাড়া গ্রামে ইট ব্যবসায়ী কালো খাঁ (৭০) ও তার স্ত্রী (৬০)। 

স্থানীয়রা জানান, ইট ব্যবসায়ী কালো মিয়া তার টিনসেড বাড়ি ঘর ঘেঁষে ইটস্তূপ করে রেখেছিল। গতকাল ঘূর্ণিঝড় রেমালের প্রভাব নরসিংদীতে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। অতিরিক্ত বৃষ্টির ফলে ইটের নিচের মাটি সরে যায়। ফলে ইটগুলো কালোমিয়ার ঘরের টিনের বেড়া ভেঙে ঘরে পরে যায়। ইট ও ঘরের ভেতরে থাকা স্টিলের আলমারির নিচে চাপা পড়েন ঘরের ভেতর ঘুমন্ত কালো মিয়া ও তার স্ত্রী। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে সকালে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

নরসিংদী সদর মডেল থানার ওসি মো. তানভির আহাম্মেদ জানান, অতিবর্ষণের ফলে ইটের স্তূপের নিচ থেকে মাটি সরে যায়। ফলে ইটগুলো ঘরে পড়ে যায়। এতে চাপা পড়েই দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর