২৮ মে, ২০২৪ ২০:৫৬

রাজবাড়ীতে দেড় লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

রাজবাড়ী প্রতিনিধি


রাজবাড়ীতে দেড় লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

রাজবাড়ীতে আগামী ১ জুন ১ লাখ ৫০ হাজার ৩০০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। জেলার ৪২টি ইউনিয়নের ১২৮টি ওয়ার্ডের ১০৬৯টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। আজ মঙ্গলবার বিকালে রাজবাড়ী সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এক কর্মশালায় এই তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। 

তিনি বলেন, আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ৩০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশুর সংখ্যা ১৮ হাজার ৩০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৩২ হাজার।

ভিটামিন ক্যাপসুল নিয়ে অনেক সময় গুজব সৃষ্টি হয়। জেলায় গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিয়ে সোচ্চার থাকার অনুরোধ করেন সিভিল সার্জন। কর্মশালায় রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুর মতিনসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর