৩০ মে, ২০২৪ ১৭:০৩

রেমালে মোরেলগঞ্জে ৩০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

মোরেলগঞ্জ প্রতিনিধি

রেমালে মোরেলগঞ্জে ৩০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা এলাকা থেকে বৃহস্পতিবার তোলা হয়েছে।

ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩০ কিলোমিটার জনগুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। জলোচ্ছ্বাসে ধসে যাওয়া সড়কগুলোর মধ্যে কার্পেটিং সড়ক ১২০ কিলোমিটার। ইট সোলিং ও হেরিংবন্ড সড়ক ২৮০ কিলোমিটার, ব্রিজের সংযোগ সড়ক ৮টি ও ৩০টি কাঠের পুল।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার বলেন, জলোচ্ছ্বাসে প্রায় ৩০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল ক্ষয়ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। জনগুরুত্ব বিবেচনা করে মেরামতের কাজ শুরু করা হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে ১৫ দিন থেকে ১ বছর সময় লাগতে পারে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর