৩১ মে, ২০২৪ ২০:২১

খাগড়াছড়িতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালি-আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালি-আলোচনা সভা

‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে তামাক হস্তক্ষেপ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিক ইসলাম, ডেপুটি সিভিল সার্জন রতন খীসা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জীতেন বড়ুয়া । 

বক্তারা বলেন, তামাক মানব দেহের জন্য একটি ক্ষতিকর উপাদান। এটি শুধু যে সেবন করে তার ক্ষতি করে তা না, সেবনকারীর সামনে যে বা যারা থাকবে তাদেরকেও মৃত্যুর মুখে ঠেলে দেয়। আর বর্তমান সমাজে তামাক ও নেশা জাতীয় দ্রব্য সেবনে কিশোরদের যে প্রবণতা তার থেকে মুক্তি পেতে হলে আমাদের অবশ্যই তামাক সেবন, তামাক চাষে হস্তক্ষেপ প্রতিহত করতে হবে। তামাক সেবনের সময় মা ও শিশুদের কাজ থেকে দূরে রাখতে হবে বলে জানান তারা।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর