১ জুন, ২০২৪ ১৯:৫৫

রংপুরে কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

আসন্ন জাতীয় বাজেটে রংপুর অঞ্চলে আলুসহ সবজি সংরক্ষণের জন্য হিমাগার এবং কৃষিভিত্তিক শিল্প-কলকারখানা নির্মাণে বিশেষ বরাদ্দের দাবিতে শনিবার (০১ জুন) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক এডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সবুজ রায়, আতোয়ার রহমান বাবু,স্বপন রায়,রেদোয়ান ফেরদৌস, মজিবার রহমান প্রমুখ। 

নেতৃবৃন্দ বলেন, উত্তরাঞ্চল দেশের শস্য ভান্ডার বলে খ্যাত। শুধুমাত্র সবজি সংরক্ষণের জন্য হিমাগার না থাকায় প্রতিবছর উৎপাদিত সবজির ৩০ শতাংশ পচে নষ্ট হয়ে যায়। দারিদ্র্যপীড়িত রংপুর অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি তথা অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা স্থাপনের বিকল্প নেই। অনুৎপাদনশীল খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দ করা প্রয়োজন। 

রংপুর অঞ্চলে আলুসহ সবজি সংরক্ষণের জন্য হিমাগার এবং কৃষিভিত্তিক শিল্প-কলকারখানা নির্মাণে বিশেষ বরাদ্দের জন্য সরকারের নিকট দাবি জানানো হয়।  সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর