৩ জুন, ২০২৪ ১৮:৪৩

পাহাড়ে বাড়ছে অবৈধ বসতি

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

পাহাড়ে বাড়ছে অবৈধ বসতি

বৃষ্টি হলেই আতঙ্ক। ধসবে পাহাড়। খোলা হয় আশ্রয় কেন্দ্র। করা হয় সতর্কতা জারি। উৎকণ্ঠা থাকলেও পাহাড় ছাড়তে নারাজ ঝুঁকিতে বসবাসকারীরা। সচেতন মহল বলছেন, পাহাড় ধসের ঝুঁকি এড়াতে আগে বন্ধ করতে হবে অবৈধ নতুন স্থাপনা তৈরি। 

রাঙামাটি পৌরসভার তথ্য মতে, রাঙামাটি শহরের শিমুলতলী, নতুন পাড়া, মনতলা, রাঙাপানি, এসপি অফিস সংলগ্ন এলাকা, শহীদ আবদুুল আলী একাডেমী সংলগ্ন ঢাল, পুলিশ লাইন সংলগ্ন ঢাল, স্বর্ণটিলা পাহাড়ের ঢাল, রাজমণিপাড়া পাহাড়ের ঢাল, রেডিও স্টেশনের পাশে শিমুলতলী পাহাড়ের ঢাল, লোকনাথ মন্দির পাহাড়ের ঢাল, আনসার ক্যাম্প সংলগ্ন পাহাড়ের ঢাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন পাহাড়ের ঢাল, চম্পক নগর পাহাড়ের ঢাল, পাবলিক হেলথ পাহাড়ের ঢাল, আমানতবাগ পাহাড়ের ঢাল, মুজিবনগর পাহাড়ের ঢাল এলাকাসহ এভাবে প্রায় ১৪৫টি পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস করছে প্রায় এক লাখ ২৫ হাজার মানুষ। সম্প্রতি টানা বৃষ্টিপাতে এসব পাহাড় ধসের শঙ্কা বেড়েছে কয়েকগুণ। 

অভিযোগ রয়েছে, এসব পাহাড়ে কেউে কেউ বাধ্য হয়ে বসবাস করলেও বেশিরভাগই রয়েছে অস্থায়ী বাসিন্দা। ঝুঁকি জেনেও একশ্রেণি দখলদারের কারণে বছরের সাথে পাল্লা দিয়ে এসব পাহাড়ে বাড়ছে অবৈধ বসতির সংখ্যা। 

রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, পাহাড়ে অবৈধ বসতি নিয়ে যথেষ্ঠ সচেতন প্রশাসন। আর যারা অবৈধভাবে দখলদারী করছে তাদের বিরুদ্ধে সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর