৫ জুন, ২০২৪ ১৯:৩৪

নোয়াখালীতে নজরুল জয়ন্তী উপলক্ষে নানা আয়োজন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে নজরুল জয়ন্তী উপলক্ষে নানা আয়োজন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

'আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুনঃ মহাবিশ্বের হেতু'-শ্লোগানে নোয়াখালীতে আলোচনা, আবৃত্তি, নৃত্য, একক সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, নোয়াখালী আজ বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করে।

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, নোয়াখালীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন নজরুল পদকপ্রাপ্ত গবেষক ড. আবু হেনা আবদুল আউয়াল। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, নোয়াখালীর সহ-সভাপতি সুদাস চন্দ্র রক্ষিত।

সম্মানিত আলোচক ছিলেন নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর কাজী মো. রফিক উল্যাহ, অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুন, কবি আখতার জাহান শেলী, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু। আলোচনা সভায় বক্তাগণ সমাজে, রাষ্ট্রে সমতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন প্রজন্মের মাঝে নজরুলের দর্শন ছড়িয়ে দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে নজরুলের কবিতা আবৃত্তি ও তার নজরুলগীতি পরিবেশের পাশাপাশি নৃত্য আগত দর্শকদের মুগ্ধ করে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর