৫ জুন, ২০২৪ ২০:৪৭

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

"করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন হবে মোদের সহনশীলতা" এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।  

দিবসটি উপলক্ষে বুধবার (০৫ জুন) সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বন্যা, খড়া ও ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় এবং  পরিবেশ রক্ষায় ও দূষণ রোধে বেশি করে গাছ লাগানো, গাছের পরিচর্যা করা, প্রয়োজন ছাড়া গাছ না কাটাসহ পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

সভায় পরিবেশ দিবসের মুল প্রবন্ধ উপস্থাপন করেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর