৮ জুন, ২০২৪ ১৩:০৬

বাঘাইছড়িতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইউপিডিএফের সড়ক অবরোধ

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

বাঘাইছড়িতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইউপিডিএফের সড়ক অবরোধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। 

শনিবার ভোর ৬টা থেকে এ সড়ক অবরোধের কর্মসূচি পালন করতে মাঠে নামে ইউপিডিএফ কর্মীরা।

অবরোধের কারণে রাঙামাটি বাঘাইছড়ি ও সাজেক খাগড়াছড়ি সড়কে চলাচল করেনি কোন যানবাহন। সড়ক অবরোধে কারণে রাঙামাটি বাঘাইছড়ি বাঘাইহাট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করতে দেখা যায় ইউপিডিএফ নারী ও পুরুষ কর্মীদের। এসময় খাগড়াছড়ি ও বাঘাইছড়ি সড়কে দীর্ঘ হয় যানজট। এসময় বাঘাইছড়ির মারিশ্যা দিঘীনালা সড়কের ৭ কিলোমিটার নামক স্থানে মো. নুরুল আলমের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় ইউপিডিএফ কর্মীরা। এসময় চালক পালিয়ে প্রাণ রক্ষা করে। 

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিপুল চাকমা বলেন, ইউপিডিএফের সমর্থীত চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার এজেন্টদের হুমকি দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। প্রশাসন এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না। 

রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, নাশকতাকারীর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে পুলিশ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর