শিরোনাম
৯ জুন, ২০২৪ ১২:৫২

ঝিনাইদহে ফেনসিডিলসহ আটক ২, ট্রাক জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ফেনসিডিলসহ আটক ২, ট্রাক জব্দ

ঝিনাইদহে ট্রাক ভর্তি সবজির মধ্যে ফেনসিডিল নিয়ে পাচারের সময় ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন জানান, চুয়াডাঙ্গার জীবননগর থেকে ট্রাক ভর্তি সবজির মধ্যে বিশেষ কায়দায় লুকানো ফেনসিডিল ঢাকায় পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মধুপুর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। সেসময় একটি মিনি ট্রাকের গতিরোধ করলে সবজির মধ্য থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটক করা হয় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অমেদুল হক ও রাসেল আহম্মেদকে। 

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর