১০ জুন, ২০২৪ ১৬:৩৩

খাগড়াছড়িতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন

খাগড়াছড়িতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। উৎপাদিত ফলদ বাগান মালিক ও ফলদ ব্যবসায়ী সমিতির উদ্যোগে সোমবার এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ফলদ বাগান মালিক সমিতির তরুণ আলো দেওয়ান। এসময় বক্তব্য রাখেন ফলদ ব্যবসায়ী সমিতির ভুট্টো সুলতান, আবূশি মারমা, রিংকু চাকমা, সুজন চাকমা ও বাবুষি চৌধুরী।

বক্তারা বলেন, এখানে যেসব প্রতিষ্ঠান রয়েছে জেলা পরিষদ, বাজার ফান্ড ও পৌরসভা এগুলো ফল ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল নিচ্ছে, অভিযোগ এনে তা বন্ধ করার দাবি জানান। একই সাথে এখানকার যে পরিবহন সার্ভিস রয়েছে, তারাও অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেন।

সমাবেশে সকল ফলবাগান মালিক ও ফল ব্যবসায়ীরা অংশ নেন। সমাবেশ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর