১০ জুন, ২০২৪ ১৮:১৭

মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর শপথ দিবস উদযাপন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর শপথ দিবস উদযাপন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর শপথ দিবস ১০ জুন উদযাপন করেছে মুক্তিযোদ্ধারা। 

টাঙ্গাইলের সখীপুরে সোমবার সকালে এ দিবস উপলক্ষে উপজেলার বহেড়তৈল এলাকায় অসমাপ্ত শপথ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। 

বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মিলনায়তে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধ আবু হানিফ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম.ও গনি প্রমুখ। 

উল্লেখ্য, ১৯৭১ সালের ১০ জুন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বে কাদেরিয়া বাহিনী গঠিত হয়। সেদিন মুক্তিযোদ্ধারা শপথ নেন। সেই দিনটিকে স্মরণীয় রাখতে ১০ জুন সখীপুরে কাদেরিয়া বাহিনীর শপথ দিবস পালন করা হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর