১০ জুন, ২০২৪ ১৮:৩৭

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

পাবনা সাঁথিয়ায় মাদরাসার টিনের চাল থেকে বল আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তানজিল (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত তানজিল করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মিন্টু প্রামানিকের ছেলে। রবিবার বিকেল ৬ টার দিকে পুন্ডুরিয়া দাখিল মাদরাসায় ঘটনাটি ঘটে। 

এর আগেও গত শুক্রবার বিল্লাল (৯) নামের এক শিশু ওই টিনের চালেই বল আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পাবনা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত বিল্লাল বাঐটোলা গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। সে সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের রওমেন ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তানজিল বন্ধুদের সাথে খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবলটি পুন্ডুরিয়া দাখিল মাদরাসার টিনের চালের উপরে আটকে গেলে তানজিল গ্রিল বেয়ে উপরে থেকে সেটি আনতে যায়। এ সময় টিনের চাল বিদ্যুৎপৃষ্ট হয়ে আটকে যায়। তার কিছুক্ষণ পর মাটিতে ছিটকে পরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

আহত বিল্লালের বাবা রওমেন ফকির জানান, আমার ছেলে পুন্ডুরিয়া মাদরাসার চালে বিদ্যুৎপৃষ্ট হয়ে চাল থেকে পরে গিয়ে মেরুদন্ডের হাড় ভেঙ্গে গিয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা। আমার ছেলেকে পাবনা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা আশংঙ্কাজনক।

বেড়া উপজেলা আবাসিক অফিসার (আরএমও) মাহমুদুল করিম রাজু জানান, ছেলেটিকে হাসপাতালে আনার পর আমাদের কর্তব্যরত চিকিৎসক বুঝতে পারে ছেলেটির ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর