১১ জুন, ২০২৪ ১৫:২৮

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৮৬০ পরিবার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৮৬০ পরিবার

খাগড়াছড়িতে নয়টি উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৮৬০টি ভূমিহীন পরিবার।  খাগড়াছড়ির দীঘিনালায় প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক মো. সহীদুজ্জামান ২০০টি পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন। 

আজ মঙ্গলবার সকাল ১১ টায় দীঘিনালা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘরের চাবি তুলে দেওয়া হয় ভূমিহীন পরিবারদের মাঝে। 

প্রিয়ংকা বড়ুয়া নামে একজন জানান ঘর পেয়ে তিনি মহা খুশি। দীর্ঘদিন ধরে সে ভূমিহীন ছিল। তার মতো আরো অনেকে প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে খুশি। অনেকেই প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ঘরের চাবি বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম (রাজস্ব), অতিরিক্ত পুলিশ সুপার  তৌফিকুল আলম, দীঘিনালা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর