১১ জুন, ২০২৪ ১৭:১০

দুমকিতে ৩০ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকিতে ৩০ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর

সারাদেশে ১৮ হাজার ৫৬৬ ভূমি ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের জমি ও নতুন ঘর। মঙ্গলবার বেলা ১১টায় গণভবন থেকে কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প-৩ এর আওতায় তৃতীয় ফেজে নির্মিত আধাপাকা নতুন ঘর সুবিধাভোগী পরিবারে হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুমকি প্রান্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে উপজেলা কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পটুয়াখালীর জেলা প্রশাসক নূর কুতুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী পরিবারের কাছে জমির দলিল ও নতুন ঘরের চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুমকি উপজেলায় এ পর্যায়ে ৩০ ভূমি ও গৃহহীন সুবিধাভোগী পরিবার প্রধানমন্ত্রীর উপহারের জমি ও আধাপাকা নতুন ঘর পেয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর