১২ জুন, ২০২৪ ১৬:২৬
মোংলা ও রামপাল উপজেলা

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা

বাগেরহাট প্রতিনিধি

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলার দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে কেন্দ্রীয় বিএনপি। আজ বুধবার দুপুরে মোংলা উপজেলার দিগরাজ বাজার ও রামপালের বগুড়া ব্রিজ এলাকায় দুই শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। 

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ত্রান কমিটির সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধূরী এ্যানী, খুলনা সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, প্রচার সম্পাদক আজিজুল বারি হেলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়দুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক  শামীমুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আয়শা সিদ্দিকা মানি, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, এ্যাড. ফারজানা নীপাসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন । 

ঘূর্ণিঝড় রেমালে দুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণকালে বিএনপির নেতৃবৃন্দ বলেন, আমরা ত্রাণ নিয়ে প্রত্যান্ত অঞ্চলে যাচ্ছি, সরকারি দল ত্রাণতো দেয়নি বরং আমাদের তারা ত্রাণ দিতে বাধা দিচ্ছে। আন্দোলনের মাধ্যমে দেশে আবারো গনতন্ত্র পুনরুদ্ধার করা হবে জানান তারা।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর