১৩ জুন, ২০২৪ ১৯:৩৭

মায়ের অভিযোগে মাদকসেবী সন্তানের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মায়ের অভিযোগে মাদকসেবী সন্তানের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইব্রাহিম মিয়া (২৫) নামে এক মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুল হক ভূইয়া তাকে এই সাজা দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইব্রাহিম মাদকাসক্ত হয়ে মারধর করে এবং অশ্লীল ভাষায় গালমন্দ করে। এ ঘটনায় মায়ের অভিযোগের আলোকে নাসিরনগর থানা পুলিশ উপজেলার নাসিরনগর সদর ইউনিয়নের দাঁতমন্ডল নিজ বাড়ি থেকে মাদক সেবনকারী ইব্রাহিমকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আটককৃত দাঁতমন্ডল গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইব্রাহিমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে  ১০০ টাকা অর্থদণ্ড করা হয়। ইব্রাহিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুল হক ভূইয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডের বিষয়টি স্বীকার করে জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উপজেলা প্রশাসনের মাদক বিরোধী মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। 

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর