১৩ জুন, ২০২৪ ২০:২৬

রাজবাড়ীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

বিকল্প জীবিকা অর্জনের জন্য রাজবাড়ী সদর উপজেলায় ৩০ জন জেলের মধ্যে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ‘ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার’ প্রকল্পের আওতায় এসব বকনা বাছুর বিতরণ করা হয়।  প্রতিটি গরুর ক্রয়মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কাজী কেরামত আলী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সকল খাতের প্রতি প্রধানমন্ত্রীর নজর রয়েছে। যখন পদ্মায় ইলিশ ধরা বন্ধ থাকে, তখন জেলেরা বিকল্প জীবিকার মাধ্যমে বেঁচে থাকতে পারেন সেই জন্য এই গরু বিতরণ করা হয়েছে। গরু বিক্রি না করে পালন করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর